ট্রাক বিস্ফোরণে হোয়াইট হাউজে আতঙ্ক

মাথাভাঙ্গা মনিটর: বিকট একটি বিস্ফোরণের শব্দের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসজুড়ে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ করে দেয়া হয় এর সবগুলো প্রবেশ পথ। শনিবার সকালে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস ছাড়ার কয়েক মুহূর্ত আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউসের কাছের একটি রাস্তায় একটি স্যুভেনির ট্রাকে আগুন ধরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ওবামা ও তার পরিবার হোয়াইট হাউসের দক্ষিণের উঠোন থেকে হেলিকপ্টার ওঠার কয়েক মুহূর্ত আগে এ ঘটনা ঘটে। এতে হোয়াইট হাউসের নিরাপত্তা সঙ্কেতগুলো বেজে উঠলে সব কিছু বন্ধ করে দেয়া হয়। ওই সময় বিমানবাহিনীর ঘাঁটি এন্ড্রুর উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ছিলেন ওবামা পরিবার। ঘটনার এক ঘণ্টা পর হেলিকপ্টারের বদলে গাড়িবহরে ওবামা পরিবার এন্ড্রু ঘাঁটির উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে তারা অ্যালবামা রাজ্যের সেলমায় যান। সেখানে একটি নাগরিক অধিকার মিছিলের ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা ও তার পরিবারের সদস্যরা। এদিকে সিক্রেট সার্ভিসের মুখপাত্র ব্রায়ান লেয়ারি জানিয়েছেন, হোয়াইট হাউসের কাছের একটি রাস্তায় একটি গাড়িতে আগুন লেগে ওই বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। বোমা অনুসন্ধানী কুকুর ওই গাড়িতে কিছু একটা পেয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।