টেক্সাসে আরেক স্বাস্থ্যকর্মী ইবোলা আক্রান্ত

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের টেক্সাসে আরেকজন স্বাস্থ্যকর্মী ইবোলা আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল বুধবার এক খবরে বলা হয়, ২৬ বছর বয়সী ওই সেবিকাকে চিকিৎসা দেয়া হচ্ছে। গত সপ্তায় ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লাইবেরীয় রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন তিনি। টেক্সাসের ডালাস হাসপাতালে লাইবেরীয় নাগরিক থমাস ডানক্যানের চিকিৎসায় নিয়োজিতদের মধ্যে প্রথম ইবোলা আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্যকর্মী নিনা পাহম। যুক্তরাষ্ট্রের মাটিতে নিনাই প্রথম ইবোলা আক্রান্ত হন। গত মঙ্গলবার চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসা দেয়ার পর নিনা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে ইবোলায় আক্রান্ত দ্বিতীয় স্বাস্থ্যকর্মীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গত মার্চ থেকে প্রাণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে চার হাজার ৪৪৭ জন মারা গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। তাদের অধিকাংশই মারা গেছে পশ্চিম আফ্রিকায়। পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনি। গত বছর ডিসেম্বরে ইবোলা সংক্রমণ শুরু হলেও মার্চে তা চিকিৎসকদের নজরে আসে। ওদিকে ইবোলা আক্রান্ত হয়ে ব্যক্তিগত গাড়িচালক মারা যাওয়ার পর লাইবেরিয়ার যোগাযোগমন্ত্রীকে আলাদা স্থানে রাখা হয়েছে। সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করা না গেলে আগামী দু মাসের মধ্যে ইবোলা আক্রান্তের হার সপ্তায় পাঁচ হাজার থেকে ১০ হাজারে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।