টিনএজারদের আর মিথ্যে বলতে হবে না ফেসবুকে

মাথাভাঙ্গা মনিটর: সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এখন থেকে টিনএজারদের আর মিথ্যে বলতে হবে না। প্রাপ্তবয়স্কের ভান করে কোনো পোস্টও আর শেয়ার দিতে হবে না। এখন থেকে তারা বড়দের মতো সব ধরনের ছবিসহ পোস্ট সবার সাথে শেয়ার করে নিতে পারবে। টিনএজারদের এই সমান সুযোগ দিতে প্রাইভেসি সেটিংস পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রকাশিত এক খবরে বলা হয়, গত বুধবার ফেসবুক টিনএজারদের সব ধরনের সুযোগ দিতে এ ঘোষণা দিয়েছে। আগে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিনএজাররা ফেসবুকে অ্যাকাউন্ট খুললেও বয়সের সীমাবদ্ধতার কারণে তাদের পোস্ট শুধু বন্ধু ও বন্ধুর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারতো। আবার কেউ কেউ বয়স গোপন করে পোস্ট শেয়ার করতো। তবে এখন বড়দের মতো এই টিনএজাররা বন্ধু ছাড়াও চাইলে সবার সাথে তাদের পোস্ট শেয়ার করতে পারবে। তবে এ ব্যাপারে ফেসবুক বলছে, টিনএজাররা কোনো পোস্ট শেয়ার দেয়ার আগে তারা একটি সতর্কসঙ্কেত পাবে। সেখানে বলা হবে, এই পোস্টটি সবার মাঝে প্রদর্শিত হবে। সেটা আপনি চান কি-না? তবে এ নিয়ে অভিভাবক ও বিশেষজ্ঞ মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর কারণে টিনএজাররা এখন থেকে ফেসবুকে বেশি ঝুঁকে থাকবে কি-না, এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে অনেকের মনে।