ঝিনাইদহ র‌্যাবের মাদকবিরোধী অভিযান : ফেনসিডিলসহ দর্শনার ৩ জন আটক

 

স্টাফ রিপোটার: ঝিনাইদাহ র‌্যাব-৬’র একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দর্শনার ৩ অভিযুক্ত মাদককারবারীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় দায়ের মামলা করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গতপরশু সোমবার রাত ৮টার দিকে ঝিনাইদাহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি উৎপল রায়ের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই মোড়স্থ এলাকায়। এ সময় আটক করা হয়- দর্শনা পৌর শহরের শান্তিপাড়ার আ. ওহাবের ছেলে আজিজুল (৩২), আ. খালেকের ছেলে সোহাগ ওরফে ঘটু (২৫) ও বাচ্চু মিয়ার ছেলে হৃদয়কে (২২)। আটকৃতদের কাছে থাকা থলে তল্লাশি করে উদ্ধার করেছে ১৫ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় ঘটু, আজিজুল ও হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে বেশ কয়েকদিন ধরে সোহাগ ওরফে ঘটু, আজিজুল ও হৃদয়কে আটক নিয়ে দর্শনায় নানামুখি গুঞ্জন থাকলেও অবশেষে খুললো রহস্যের জট। গত শনিবার বিকেলে ঘটু ও হৃদয় শাদা পোশাকধারীদের হাত থেকে হ্যান্ডকাপসহ পালানোর গুঞ্জন ওঠে। সন্ধ্যার দিকে ধরা পরে ঘটু ও হৃদয়। টানা দু দিন প্রশাসনের কোন বাহিনীর হাতে তারা আটক হয়েছে তা পরিষ্কার না হওয়ায় সৃষ্টি হয়েছিলো গুঞ্জনের।