ঝিনাইদহ ও দর্শনায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে দামুড়হুদার দর্শনা ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা মেহেরপুরে তেমন কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। স্থানীয় বিএনপির কোনো অংশ প্রেসবিজ্ঞপ্তিতেও জন্ম বার্ষিকী পালনের কোনো তথ্য দেয়নি।
দর্শনা অফিস জানিয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। পৌর ছাত্রদলের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবু তরফদার, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, ইকবাল হোসেন, আ. হান্নান, মালেক মণ্ডল, পিয়ার আলী, যুবদল নেতা জালাল উদ্দিন, সাবদুল, রুহিন, ছাত্রদলনেতা শাওন, আরিফ, সাব্বির, সেতু। সভাপতিত্ব করেন ছাত্রদলনেতা ব্রাইট।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা এসএম মসিউর রহমান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, অ্যাড আব্দুল আলিম, আবুবকর সিদ্দিক, আনোয়ারুল ইসলাম বাদশা, শাহ্জাহান আলী, সাজেদুর রহমান পপপু, আশরাফুল ইসলাম পিন্টু, জিয়াউল ইসলাম ফিরোজ, আহসান হাবিব রনক, মীর ফজলে এলাহী শিমুল, আরিফুল ইসলাম আনন, আবুল বাশার বাশি প্রমুখ।
প্রধান অতিথি মসিউর রহমান বলেন, জিয়াউর রহমান এদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক বাংলাদেশে রূপান্তর করছেন। দেশ ও জাতি আজ জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনুপস্থিতি মর্মে মর্মে অনুভব করছে। তার রেখে যাওয়া আদর্শ সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনাসভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।