ঝিনাইদহে ৭ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে অংক!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণকৃত সপ্তম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে এবার অংক তুলে দেয়া হয়েছে। শুধু এক পৃষ্ঠায় নয়, গোটা বইয়ের ৩৩ থেকে ৪৮ মোট ২০ পৃষ্ঠায় এভাবে অংক দেয়া হয়েছে। বছরের প্রথমে নতুন ক্লাস ও নতুন বই পেয়ে আনন্দের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এতোদিন ধরে জেনে আসছে ইসলাম ও নৈতিক শিক্ষায় শুধু ঈমান, সালাত ও বিভিন্ন নবীদের জীবনী থাকে। কিন্তু বই হাতে পাওয়ার পর অংক দেখে ভয় পাচ্ছে। মহেশপুর উপজেলায় ৪৮টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৭ হাজার ছাত্র-ছাত্রী ৭ম শ্রেণিতে পড়ে। তাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষার বইও দেয়া হয়েছে। কিন্তু প্রায় সব বইয়ে অংক রয়েছে। মহেশপুর উপজেলার বিপিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও জিএইচজিপি হাইস্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান সপ্তম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে অংক থাকার বিষয়টি স্বীকার করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এ ব্যাপারে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। তবে যদি এটা হয়ে থাকে তাহলে দ্রুত বইগুলো ফেরত নিয়ে নির্ভুল বই দেয়া হবে। তিনি আরও জানান, বই বাঁধায়ের সময় এটা ভুলবশত হয়ে থাকতে পারে।