ঝিনাইদহে সদর হাসপাতালে ওষুধের শোকেচে তেলাপোকার বসতবাড়ি!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর হাসপাতালের রোগীদের ওষুধ পত্র বা খাবার রাখার জন্য, রোগীর সিটের পাশে রাখা মিনি শোকেচ গুলোর অবস্থা করুণ। তা কেবল হসপিটালে রোগীর সাথে থাকা ভুক্তভুগীরা ছাড়া, অন্যকেউ বুঝতে পারবে না।

গত রাতে সরেজমিনে গেলে রোগীর সাথে থাকা লোকজন অভিযোগ করে খুব কষ্টের সাথে বলেন, দেখেনতো ভাই আপনারাতো সাংবাদিক মানুষ এগুলো নিয়ে লিখতেও পারেন। এর মধ্যে কি ওষুধ বা খাবার কিছুই রাখা সম্ভব? এত পরিমাণ তেলাপোকা যা শোকেচ থেকে বের হয়ে রোগীর বেডে চলে আসছে। দেখা যায়, তেলাপোকাগুলো শোকেচের মধ্য থেকে বের হয়ে রোগীর বেডে চলে আসছে। আর শোকেচের মান খুবই কম তারপর কতো বছর যে এগুলো রঙ করা হয় না তা কারো জানা নেই। এই ধরনের আসবাবপত্র রোগীর পাশে থাকা মানেই রোগীর জন্য আরও বিপদ জনক।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও অপূর্ব কুমার সাহাসহ সরকারের দায়িত্ব প্রাত্ত স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে এই অস্বাস্থ্যকর আসবাবপত্র অপসারণ করে স্বাস্থ্য সম্মত শোকেচের ব্যবস্থা করার দাবি দজানিয়েছেন ভুক্তভোগী রোগী সাধারণ।