ঝিনাইদহে শ্রী শ্রী লোকনাথ বাবার স্মরণ উৎসব অনুষ্ঠিত

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের পুরাতন হাটখোলা সার্বজনীন দূর্গামন্দির প্রাঙ্গণে ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ শ্রী শ্রী লোকনাথ বাবার ২৮৪তম আবির্ভাব দিবস উপলক্ষে দিনব্যাপি স্মরণ উৎসব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্মরণ উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস। উদ্বোধনী অনুষ্ঠানে লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ জেলা শাখার সভাপতি রনি সাহার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফুল্ল কুমার সরকার, সাধারণ সম্পাদক পৃথ্বিশ রঞ্জন বিশ্বাস, মদনমোহন মন্দির কমিটির সভাপতি শ্যামা প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক অলোক কুণ্ডু, হাটখোলা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ, লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত দত্ত (দেবু), মলয় ঘোষ, গোবিন্দ দত্ত, উৎপল চৌধরী ও মানিক বিশ্বাস মধু। সভা পরিচালনা করেন অমিয় মজুমদার অপু। বিশেষ ধর্মীয় সভায় প্রধান আলোচক ছিলেন কালুখালী রাজবাড়ীর শ্রী গোপাল গোস্বামী। প্রধান আলোচক হৃদয়ে বাবা লোকনাথের ওপর আলোচনা রাখেন।