ঝিনাইদহে শিশুর মৃতদেহ দাফনের সময় পলিথিনের দাগ দেখে নানা মন্তব্য

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক শিশুর মৃতদেহ দাফনের সময় পলিথিনের ওপর অসংখ্য দাগ দেখে কেউ বললেন, ও কিছু নয় হিজিবিজি দাগ। কেউ বললেন, লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লেখা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া (হাসপাতাল সড়কের) ধারের কবরস্থানে এ ঘটনাটি উপস্থিত লোকজন দেখেন এবং তা ছবি ও ভিডিও করে রাখেন। কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদাক জামির হোসেনের ছোট ভাই ইমদাদুল হক ইন্তার ২ দিন বয়সী ছেলে আবু রায়হানের দাফনের সময় এ দৃষ্টি হয়। মৃত শিশুর চাচা সাংবাদিক জামির হোসেন জানান, সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন্তার স্ত্রী ছেলে সন্তান প্রসব করে। শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এরপর গত মঙ্গলবার বিকেলে তার জানাজার পর দাফন করার জন্য বলিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর খোড়া হয়। এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি শাদা পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে পানি না ঢোকে। তখনই পলিথিনের ওপর এমন দৃশ্য দেখা যায়।