ঝিনাইদহে ব্যবসায়ী সবুজ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সবুজ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে আধাঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শহরের কাঞ্চননগর ও কলাবাগানপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় তারা কালোব্যাজ ধারণসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন নিহতের পিতা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অ্যাড.এমএ মজিদ, আওয়ামী লীগ নেতা কাজী এনামুল হক মিলন, পৌর কমিশনার মাহবুবুর রহমান শেখর, শ্রমিক নেতা বাটুল মোল্লা, বিএনপি নেতা আছালত হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা সবুজ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সবুজকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একটি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।