ঝিনাইদহে পুরোহিত ও সেবায়েত হত্যা মামলার তদন্ত এখনও শেষ হয়নি : গত বছর তাদের কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেলেও পুলিশ মামলার তদন্ত শেষ করতে পারেনি। তাই এখনো মামলার বিচার কাজ শুরু করা যায়নি। এ নিয়ে পরিবারের সদস্যরা হতাশ ও ক্ষুব্ধ। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। একই অবস্থা সেবায়েত শ্যামানন্দ দাস বাবাজী হত্যা মামলারও।করাতিপাড়া গ্রামের বৃদ্ধ আনন্দ গোপাল গাঙ্গুলী নলঙাঙ্গা মন্দির ও বিভিন্ন ব্যক্তির বাড়িতে পূজা করে সংসার চালাতেন। গত বছরের ৭ জুন সকালে বাইসাইকেলযোগে তিনি নলডাঙ্গা মন্দিরে পূজা করতে বের হন। মষে ভাগাড় নামক স্থানে পৌঁছলে  আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। নিহত পুরোহিতের বড় ছেলে অরুন কুমার গাঙ্গুলী ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের নামে মামলা করেন। ঘটনার পর সরকারের কয়েকজন মন্ত্রীও নিহতের পরিবারের সদস্যদের সহযোগিতার আশ্বাস দেন। নিহত পুরোহিতের স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ প্রথম প্রথম খুনিদের ধরতে তত্পর হয়। এরপর আর কেউ খোঁজও নেয়নি। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।