ঝিনাইদহে দু দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস: ‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এ স্লোগান নিয়ে ঝিনাইদহে দু দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ঝিনাইদহ এ মেলার আয়োজন করে। তথ্যমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। মেলায় তথ্য প্রযুক্তির নানা পসরাসহ ২২টি স্টল স্থান পায়। দুর্নীতি বিরোধী কার্টুন ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী, কুইজ ও দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক, দুর্নীতিবিরোধী দেয়াল পত্রিকা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বাউল গানের আয়োজন করা হয় এ মেলায়। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলে। তথ্য মেলায় আড়াই হাজার সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করা হয়। সনাক সভাপতি শরিফাতুন নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ন এবং জেলা তথ্য অফিসার এএসএম কবীর, টিআইবির প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা রহমান, সনাক সহসভাপতি আবু তাহের ও সদস্য এএনএম শাহজালাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়েস উপকমিটির আহ্বায়ক মহব্বত হোসেন।