ঝিনাইদহে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ : আহত অন্তত ২০ জন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বড়-নাচনা গ্রামে গরুর ঘাষ খাওয়ানোকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক জিয়ারুল ইসলাম জানান, জেলার সদর উপজেলার বড়-নাচনা গ্রামে স্থানীয় নেতা নুর ইসলাম মণ্ডল গ্রুপের সমর্থক সাইফুল মাঠে গরুর ঘাষ খাওয়াতে গেলে অপর নেতা মোফাজ্জেল মল্লিকের সমর্থক সিদ্দিকের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে উভয় গ্রুপের লোকজন বড়-নাচনা বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১২জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।