ঝিনাইদহে জামায়াতের ৯ নারী কর্মী আটক

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের পৌর এলাকার বেপারীপাড়ায় অবস্থিত মহসিন মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে জামায়াতে ইসলামীর ৯ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত জামায়াতকর্মীরা হলেন- সদর পৌর এলাকার উকিলপাড়ার মনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন (৩৮), পাগলাকানাই এলাকার নুর হকের মেয়ে ফাতিমা খাতুন (২৭), একই এলাকার আব্দুল খালেকের স্ত্রী জুবাইদা বেগম (৩৪), বেপারীপাড়ার মজনু মিয়ার স্ত্রী শেফালি খাতুন (২৮), একই এলাকার আশরাফ আলীর স্ত্রী শারমিন সুলতানা (৩৭), আব্দুল আজিজের স্ত্রী রোকেয়া (২৮), খোরশেদ আলীর স্ত্রী জলি বেগম (২৭) ও আব্দুর রাজ্জাক ভূঁইয়ার স্ত্রী কবিতা (৩০), যশোরের আসাদ সিদ্দিকের স্ত্রী জোহরা খাতুন (৫০)।

ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, দুপুরে বেপারীপাড়ার মহসিন মিয়ার বাড়িতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করছিলো। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ব্যাপারীপাড়ার মহসিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ওই ৯ নারী কর্মীকে আটক করা হয়।