ঝিনাইদহে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মাহফুজুর রহমান মিলন (৩৫) নামের চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে শহরের ব্যাপারীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মিলন জেলা শহরের আদর্শপাড়ার মকলেচুর রহমান ওরফে আলম মুন্সির ছেলে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম জানান, ঝিনাইদহ শহরে উঠতি বয়সের যুবকরা সংঘবদ্ধ হয়ে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেট তৈরি করেছে। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির গ্রিলের তালা ভেঙে এবং বাড়ির সামনে রাখা মোটরসাইকেল চুরি-ছিনতাই করে আসছিলো। রোববার ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের অন্যতম সদস্য মাহফুজুর রহমান মিলনকে ব্যাপারীপাড়ার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শহরের বিদ্যুত উন্নয়ন বোর্ডের সামনে ঝিনুক আবাসিক হোটেলের নিচ থেকে একটি চোরাইকৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মিলনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।