ঝিনাইদহে গণসঙ্গীত উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ অফিস: ‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতি ও শুক্রবার ঝিনাইদহে বৃহত্তর যশোর জেলা গণসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে গতকাল ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংস্কৃতিক কর্মী শাহীনূর আলম লিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম কুদ্দুস। প্রধান অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. শাহিনুর রহমান। যশোর জেলা গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সুকুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও যশোর জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশীদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অধ্যাপক আব্দুস সালাম, অঙ্কুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, ঝিনাইদহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনূর আলম লিটন।