ঝিনাইদহে আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষেরঅপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

 

ডাকবাংলা প্রতিনিধি: ছাত্রীদের উপবৃত্তি ও ভূয়া বিল ভাউচারের মাধ্যমে কলেজ ফান্ডের লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আইয়ূব আলীর অপসারণের দাবিতেসংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সংম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক জিনাত জেসমিন। এ সময় কলেজের উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার,শিক্ষক প্রতিনিধি মোদাচ্ছের আলী,রমজান আলী,সাইদুর রহমান,আবুল কাসেম,শাহিন রেজা,ইসরাইল হোসেন ও প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ হোসেন তপন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ আয়ুব আলী সীমাহীন দুর্নীতি করে চলেছেন। তিনি নিয়ম বহির্ভূতভাবে জাল কাগজপত্র দিয়ে কলেজে নিয়োগ লাভ করেছেন। বিভিন্ন সময় তিনি কলেজের ফান্ড থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন। কলেজের ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন সময়ে নানা দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করেন। কলেজ উন্নয়নে বরাদ্দপ্রাপ্ত অর্থসহ বিভিন্ন মালামাল আত্মসাৎ করে চলেছেন। অধ্যাক্ষের এ সব দুর্নীতির প্রতিবাদ করায় আমির হামজাসহ অনেক শিক্ষককে সাময়িক বরখাস্তসহ অপমান অপদস্থ করেছেন। কলেজের ছাত্রী রিমা,ফাতেমা,সোনিয়া,রুনা ও শাহানাজসহ বহু ছাত্রীর উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তার এহেন দুর্নীতির কারণে কলেজের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম ভেঙে পড়েছে। সাংবাদিক সম্মেলনে কলেজটি রক্ষার স্বার্থে দুর্নীতিবাজ অধ্যক্ষ আইয়ূব আলীকে অপসারণের দাবি জানানো হয়।