ঝিনাইদহে আওয়ামী লীগে সদ্য যোগদানকারীদের হামলায় ৪ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশবাড়িয়া বাজারে গত সোমবার বিকেলে কয়েকটি দোকানে হামলা ও কয়েকজনকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা গেছে, সোমবার বিকালে মিয়াকুণ্ডু গ্রামের মিন্টু ও মহিদুলের নেতৃত্বে সনাতন পুরের রাজা, রানা, উজির, কসিম, মাছুদ, রিপনসহ প্রায় ১০-১২ জনের একটি দল হাতুড়ি ও কাঠের চলা নিয়ে হটাৎ করে বিল্লালের রিয়া ফার্নিচার ও মুরগির দোকানে বসে থাকা লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে।

এ সময়ে ফার্নিচার ও মুরগির দোকান ভাঙচুর করে। এই ভাঙচুরের সময় কাঠের চলা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে মিয়াকুণ্ডু গ্রামের মৃত চাঁদ আলী লস্কারের ছেলে লুৎফর লস্কার (৬০), লুৎফর লস্কারের ছেলে টুকু লস্কার (৩৩), বরকত আলী লস্কারের ছেলে শহিদুল মণ্ডল (৫০) ও আলিম লস্কারের ছেলে বিল্লাল (৩২) এই চারজনকে আহত করে। আহতরা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, এই হামলাকারীরা প্রায় ২০-২৫ দিন আগে এই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শহিদ সিকদারের হাত ধরে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় গ্রুপের কারণে হামলা চালিয়ে চারজনকে আহত করেছে। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন।