ঝিনাইদহে অফিস না করে বেতন উত্তোলনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখা ও আঞ্চলিক কার্যালয়ের কয়েক অফিসারের বিরুদ্ধে অফিস না করে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে অবৈধভাবে পদ ধরে রাখা, ঘুষ নিয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে লোন প্রদান, অর্থের বিনিময়ে বিআরটিএ’র সিল ও সই জাল করে মোটরসাইকেলের লার্নার প্রদানসহ গুরুতর অভিযোগ উঠেছে। এ অফিসার ঝিনাইদহ জেলা শহর বাদে অন্য কোথাও বদলি নেই। দীর্ঘদিন চাকরি করছেন সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখা অথবা সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে। শাখা ও আঞ্চলিক কার্যালয় শহরের একই বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায়। এরই মধ্যে ওই অফিসার কোটি কোটি টাকার মালিক হয়েছেন। চলেন পাজেরো জিব গাড়িতে। ইতোমধ্যে বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। অভিযুক্ত অফিসার আক্কাস আলী বলেন, এখানে অথরিটি আছে। নিয়ম-অনিয়ম দেখার দায়িত্ব তাদের। কারও কৈফিয়তের উত্তর দিতে পারবো না।

সোনালী ব্যাংক খুলনা বিভাগের জিএম মোশারফ হোসেন জানান, অনিয়মের বিষয়ে তাকে কেউ কিছু জানাননি। এসব দেখভাল করেন ডিজিএম মোস্তাক আহমেদ। ডিজিএম মোস্তাক আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, আক্কাস আলী মাঝে মধ্যে ছুটি নিয়ে ঢাকায় যান। তিনি দল করে করে বেড়ান। এর বাইরে আমার কিছু বলার নেই।