ঝিনাইদহের ৫ পৌরসভা অর্থ সঙ্কটে সোয়া ৮ কোটি টাকার বেতন বাকী

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ৫টি পৌরসভা চরম আর্থিক সঙ্কটে পড়েছে। বেতন বৃদ্ধির কারণে পৌরসভার নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারিদের বেতন দিতে পারছে না। ফলে মাসের পর মাস বেতন হচ্ছে না তাদের। এ অবস্থায় অস্বস্তিতে পড়েছে পৌর প্রশাসন। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর পৌরসভা ব্যতিত জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা বেতন বাবদ ৮ কোটি ১৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া পড়েছে কোটচাঁদপুর পৌরসভায়। এখানে ২৪ জন পুরানো স্টাফের ২৮ মাস ও নুতন যোগদান করা ৮ জনের বকেয়া ১২ মাসের বেতনসহ ৩ কোটি ৬৪ লাখ টাকা বকেয়া পড়েছে।