ঝিনাইদহের স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের মামলায় সেই বখাটে লিটুসহ আটক ৩

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় পুজা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে এক বখাটে তরুণ লিটু (১৮)। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাসার ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিপুল মজুমদার সোমবার রাতে ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ গতরাত ১টার উপশহরপাড়ার নিজবাসা থেকে লিটুর দুলাভাই বাবুর ভগ্নিপতি, রুহুল ও তার স্ত্রী রুপাকে গ্রেফতার করে বলে প্রতিবেশীরা সাংবাদিককে জানিয়েছেন। পরে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লিটুকে আটক করে পুলিশ।

আহত পুজা ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার বিপুল মজুমদারের মেয়ে। পুজা শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় পূজা ছাদে বসে ছিলো। এ সময় লিটু নামের এক বখাটে বাড়ির পেছনের গাছ বেয়ে উপরে উঠে তাকে ছুরিকাঘাত করে। আহত পুজার চিৎকারে পরিবারের সদস্য দৌড়ে এলে লিটু পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পূজার ভাই রিপন মজুমদার জানান, গত একবছর হলো এলাকার বখাটে তরুণ লিটু পুজাকে উত্ত্যক্ত করে আসছিলো। সম্প্রতি পুজার একটি বিয়ের কথা চলছে। এরই মধ্যে লিটু ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে জখম করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বখাটে লিটুসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে উপশহরপাড়ার জয়নাল আবেদিন সাংবাদিককে বলেন, পুজা ও লিটুকে নিয়ে কিছুদিন পূর্বে একটি ঘটনায় পাড়ার প্রভাবশালীরা পাঁচ হাজার টাকা জরিমানা করে। এ ব্যাপারে পুজার বাবা বিপুল মজুমদার সাংবাদিককে বলেন, আমার মেয়ের গলার চেন ছিনতাই করতে এসে বখাটে লিটু আমার মেয়ে পুজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।