ঝিনাইদহের বিশিষ্ট আইনজীবী তোফাজ্জেল হোসেনের ইন্তেকাল

 

ঝিনাইদহ প্রিতিনিধি: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন (৭২) ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহে………. রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ভাই, ভাতিজা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিনইদহে শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য সকল শেণি-পেশার মানুষ তার নিজ বাসভবন কোর্ট পাড়ায় ছুটে আসেন। জেলা জজসহ জজশীপের কর্মকর্তাবৃন্দ, সংসদ সদস্য, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, বন্ধ-বান্ধব ও আত্মীয়-স্বজন তার জানাজায় অংশগ্রহণ করেন।

ঝিনাইদহের বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবীদ তোফাজ্জেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজীতে বিএ ও মাস্টার্স পাস করার পর রামনগর কলেজে শিক্ষকতার মধ্যদিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। এরপর এক বছর তিনি বিসিএস ক্যাডার একাডিমর শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে রাজনিতি করে আসছেন। তিনি সোভিয়েত ইউনিয়ন, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বুলগেরিয়া ভ্রমণ করেন। তিনি ঝিনাইদহ আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ও সম্পাদক ছিলেন। ইংরেজিতে অত্যান্ত দক্ষ অমায়িক ব্যবহার ও শাদা মনের মানুষ হিসেবে তিনি সকলের কাছে আকর্ষনীয় ব্যক্তি ছিলেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ ওয়াজির আলী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।