ঝিনাইদহের ডাকবাংলায় ৫০জন ডায়রিয়ায় আক্রান্ত!

 

 

ডাকবাংলা প্রতিনিধি:ঝিনাইদহের ডাকবালার সাধুহাটিইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গতকাল রোববার ৩ ঘণ্টার ব্যবধানে ৫০জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে।

জানা গেছে, আক্রান্তদের ৩০ জন ডাকবাংলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। যারা চিকিৎসাধীন তারা হলো- আশিক,জাবেদা,মিলন,মালেকা,রহিমা,আলফাজ,শিমলা,শিরিনা,ফুলমতি,স্বাপনা,মালেকাবেগম,নাছিমা,মাফুজা,সোহেলরানা,শিপন,কুলসুম, প্রিয়া খাতুন,লিল্টু মিয়া ও রাহান উদ্দীন। এদিকে রাহেলা হাসপাতালের ডা. সোহরাব হোসেন জানান, এটি সম্ভবত ভাইরাস জনিতে ডায়রিয়া হবে। তবে এখনো ঝুঁকিপূর্ণ কোনো রোগী আসেনি।