ঝিনাইদহের কালীগঞ্জে প্রশাসনের সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ

বধূর সাজ নয়, স্কুলে যাবে কালীগঞ্জের বিথিকা

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে বাল্যবিয়ে থেকে ফেরালেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। গতকাল শুক্রবার সকালে উপজেলার ছোট ভাটপাড়া গ্রামের মৃত সন্তোস দাসের বাড়ি থেকে বিথিকা দাস নামের শিশুটিকে উদ্ধার করে উপজেলায় আনা হয়। পরে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, উপজেলার ছোট ভাটপাড়া গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বিথিকা দাস নামের এক ছাত্রীকে তার বড় বোন বিয়ে দেয়ার জন্য আয়োজন করছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে আনা হয়। এর পর তার মায়ের কাছে হস্তান্তর করা হয় এবং তার লেখা পড়ার জন্য তাৎক্ষণিক ১ হাজার  টাকা ও ড্রেস তৈরির ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা ক্লাবের সভাপতি ফারহানা আরজু, সদস্য সাকিলা পারভীন, মানববাধিকার কর্মী শিবুপদ বিশ্বাস, প্রমুখ।