ঝিনাইদহের কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী ৫ দিনেও উদ্ধার হয়নি

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার অপহৃত স্কুলছাত্রী তানিয়া হ্যাপী (১৬) কে পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় দুলালমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তানিয়া খামারমুন্দিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ইমন শিকদার নামে এক যুবক দলবল নিয়ে তানিয়াকে অপহরণ করে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। ইমন শিকদার ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চান্দো গ্রামের মনিরুল ইসলাম শিকদারের ছেলে। তানিয়ার মা রোজিনা খাতুন অভিযোগ করে বলেন, অপহরণকারী ইমনের খালু আজিজুল ও চাচি আরজিনা খাতুন প্রায় তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসতো। কিন্তু মেয়ের বয়স না হওয়ার কারণে এ প্রস্তাবে তারা রাজি ছিলো না। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত মঙ্গলবার তানিয়া হ্যাপী গ্রামের হাসানুজ্জামান নামে এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বিকেলে বাড়ি ফিরছিলো। এ সময় রাস্তায় পাশে ওৎ পেতে থাকা ইমন দলবল নিয়ে তানিয়া হ্যাপীকে অপহরণ করে নিয়ে যায়। জন্মনিবন্ধন অনুসারে তানিয়া হ্যাপীর বয়স ১৬ বছর ২৯ দিন। মা রোজিনা খাতুন মেয়েকে ফেরৎ চান। তিনি আরও জানান, কালীগঞ্জ থানায় আমরা লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান খবরের সত্যতা স্বীকার করে বলেন, আমরা স্কুলছাত্রীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। অতি দ্রুত স্কুলছাত্রী হ্যাপীকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হবে।