জেলা পরিষদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি হচ্ছেন নির্দলীয় প্রার্থী

 

স্টাফ রিপোর্টার: জেলা পরিষদ নির্বাচন কবে নাগাদ হবে তা এখনও নিশ্চিত নয়। ঘোষিত হয়নি তফশিল। এরই মাঝে চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্দলীয় প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেনকে সম্মতি দিয়েছে তার দলের জেলা কমিটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল শনিবার জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটি এ সর্বসম্মতিক্রমে অ্যাড. সোহরব হোসেনকে নির্বাচন করার অনুমতি দেয়।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান পদে অ্যাড. সোহরাব হোসেন ও সদস্য পদে সাবেক পৌর কমিশনার এসএম শাহাবুদ্দিন বাবুকে নির্বাচনের অনুমতি দেয়া হয়। এসএম বাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটির সভায় শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, অ্যাড. রবিউল ইসলাম, এসএম শাহাবুদ্দিন বাবু, জাহিদুল ইসলাম জাহিদ জোয়ার্দ্দার, সহিদুল ইসলাম শহিদ, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসরাম, জাকির হোসেন জোয়ার্দ্দার বাবু, জাহিদ হোসেন বেল্টু, দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু, মিজানুর রহমান, আতিয়ার রহমান, আব্দুর রউফ, জামাল উদ্দীন, মেহেদী হাসান, আলম আলী, আসাদুজ্জামান, মাহবুবুল ইসলাম, বিপ্লব, সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সভা পরিচানা করেন জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক অ্যাড. রফিউর রহমান।