জীবননগর হাসাদাহ ও রায়পুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশুশ্রম

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ও রায়পুর ইউনিয়নে সম্প্রতি শিশু শ্রমিকের সংখ্যা আশষ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দারিদ্র ও সংসারে অভাব অনটনের কারণেই শিশুরা এ পেশায় জড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা হাসাদাহ ও রায়পুর ইউনিয়নে প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের ১০-১২ বছরের শিশুরা রীতিমতোভাবে শিশুশ্রমে জড়িয়ে জীবন জীবিকা নির্বাহী করছে। যে বয়সে তাদের বই, কলম-খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা সে বয়সে হতভাগ্য এসব শিশুরা জড়িয়ে পড়ছে নানা পেশায় সাথে। কেউ কেউ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের কর্মচারী, কেউ ভ্যানচালক, ইজিবাইক চালক, কেউ বা বিভিন্ন ওয়ার্কশপের কর্মচারী, রাজামিস্ত্রির জোগালের হিসেবে কাজ করছে। অল্প বেতনে এসব শিশু রাখা হয়েছে। এদের উপার্জিত টাকা দিয়েই চলছে সংসার। শিশু বয়সে শিশুশ্রমের কারণে হরহামেশাই তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। শরীর চলছে না ঠিকমতো, নানারকম অসুখ- বেসুখ লেগেই থাকছে। উপজেলার সব এলাকার শিশুরাই কমবেশি শিশুশ্রমের সাথে জড়িয়ে পড়ছে। তবে বিশেষভাবে লক্ষণীয় শিশু শ্রমিকের বেশির ভাগ পিতৃহীন অথবা হতদরিদ্র ও পিতা কর্ম অক্ষম। তাছাড়া তিনবেলা তিন মুঠো খাবার তাগিতেই অনেক শিশু বাধ্য হচ্ছে বিভিন্ন শিশুশ্রমের সাথে জড়িয়ে পরছে। হাসি খুশি দূরন্ত চঞ্চল এসব শিশু অভাবের সংসারের ঘানি টেনে যেতে হচ্ছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ভাগ্যবিড়ম্বিত হয়ে অনেক শিশুই অকালে ঝরে যাচ্ছে। দেশে বিভিন্ন এনজিও সমাজ সেবকমূলক প্রতিষ্ঠান থাকলেও ভাগ্য বিড়ম্বনার শিকার এসব শিশু নিয়ে কেউ ভাবে না বলে সচেতন মহল তাদের মতামত প্রকাশ করেছে। শিশুশ্রম বন্ধ করে পুনর্বাসনের উদ্যোগ না নেয়া এবং শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগ না থাকায় প্রতিনিয়ত আশষ্কাজনকভাবে শিশুশ্রম বৃদ্ধি পাচ্ছে বলে সচেতন মহল জানিয়েছে।