জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সাথে লোকমোর্চার সাক্ষাৎ

 

স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান আরো বাড়ানোর লক্ষ্যে জেলা লোকমোর্চা নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মানিক আকবর, লিটু বিশ্বাস, নুঝাত পারভীন, আয়েশা সুলতানা, রেনুকা আক্তার, নিলুফার ইয়াসমিন, কানিজ সুলতানা, সাজেদা আক্তার প্রমুখ।

লোকমোর্চার পক্ষ থেকে সিভিল সার্জনকে জানানো হয়, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবার মান আরো বাড়ানোর জন্য ইতোমধ্যেই জীবননগরে গঠন করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স মডেলকরণ প্রকল্প কমিটি। এ কমিটির সদস্যরা নিজেদের উদ্যোগে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আরো বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। সিভিল সার্জনের সাথে আলোচনায় ওই কমিটি আরো সুনির্দিষ্ট কি কি বিষয়ে পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে সিভিল সার্জনের সহযোগিতা প্রত্যাশা করা হয়।