জীবননগর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভা ৪ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শনে আসছে আজ

জীবননগর ব্যুরো: জীবননগর দৌলৎগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভা গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যানের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয় দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে এনবিআরের নির্দেশে যশোর কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মো. মোরাদের নেতৃত্বে ৪ সদস্যর একটি প্রতিনিধিদল আজ সোমবার বেলা ১১টার দিকে পরিদর্শনে আসছে। প্রতিনিধিদলটি আইসিপির জিরো লাইনে যাবে এবং অবকাঠামোসহ সকল স্থাপনা পরিদর্শন করবে। প্রতিনিধি দলের পরিদর্শন কার্যক্রম সফল করতে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, জেলা যুবলীগ নেতা খায়রুল বাশার শিপলু ও ব্যবসায়ী জহিরুল ইসলাম।