জীবননগর স্থলবন্দর পরিদর্শনে উচ্চ পর্যায়েরপ্রতিনিধি দলের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা

 

জীবননগর ব্যুরো: জীবননগরের দৌলতগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী ৪ জুন জীবননগরে আসছেন। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ঢাকাস্থ বাংলাদেশ হাইকমিশনার পঙ্কজ শরণ, হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, এমপি আলী আজগার টগর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজদ্দীন আহমেদ, নিটল টাটার চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদসহ ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারির আগমন উপলক্ষে গতকাল শনিবার জীবননগর উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের এ উচ্চ পর্যায়ের প্রতিনিধি আগমন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রস্তুতিসভায় সরকারের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দলের আগমন সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, জীবননগর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন, দৌলতগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হক, জীবননগর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর বাবু, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম ইসা, সদস্য জাহাঙ্গীর আলম, জাকির হোসেন মেম্বার, নজরুল ইসলাম নজু মেম্বার, শামসুল আলম, জিএ জাহিদুল ইসলাম, সোয়েব আহমেদ অঞ্জন, ওয়াসিম রাজা, শামীম সরোয়ার প্রমুখ।