জীবননগর মোক্তারপুরে পূর্বশক্রতার জের ধরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ॥ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামে পূর্বশক্রতার জের ধরে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা চালানো হয়েছে। ২০-২২ জনের হামলাকারীরা এ সময় শাবল ও খুন্তা দিয়ে বাড়ির সীমানা পাঁচিল, বাথরুম, গরুর গোয়াল ও খড়ির ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার প্রত্যুষে এ হামলার ঘটনা ঘটে। গতকাল রোববার হামলাকারীতের বিরুদ্ধে আদালতে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মোক্তারপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা দাউদ হোসেন অভিযোগ করে বলেছেন, পূর্বশক্রতার জের ধরে শনিবার ভোরে একই গ্রামের মনোর ছেলে ভারত, হক আলীর ছেলে আবদার, আজগারের ছেলে জাদু ও মতিয়ার, রবি ছেলে হ্যাপি, নূরুল ইসলামের ছেলে ফিরোজ, রুহুলের ছেলে হাবিবুর রহমান ভুটুল, হাসু ও আশিকুর, উলফাতের ছেলে আব্বাছ আলী, মলুক চাঁদের ছেলে জাকির হোসেন, টগরের ছেলে অহেদুল, ইমদাদুলের ছেলে তৌফিক ও জাদুর ছেলে সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে সন্ত্রাসী হামলা চালাই। এ সময় তারা শাবল ও খুন্তা দিয়ে তার বসতবাড়ির সীমানা পাঁচিল, ২টি বাথরুম, গরুর গোয়াল ও খড়ি রাখার ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। হামলাকারীরা তাকে খুন করার উদ্দেশে ঘরের দরজা ভাঙারও অপচেষ্টা করে। এ ব্যাপারে অভিযুক্তদের আসামি করে গতকাল তিনি চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান। সাবেক এ ইউপি সদস্য অভিযোগ করে বলেছেন, এ ঘটনায় তিনি ও তার পরিবার আবারও হামলার আশঙ্কায় চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন।