জীবননগর ভৈরব নদে ডুবে শিশু কাদিরের করুণ মৃত্যু

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উপর দিয়ে বহমান ভৈরব নদে ডুবে শিশু আল কাদির (৫) মারা গেছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে কাদির ভৈরব নদের ধারে জীবননগর শহরতলীর গাঙপাড়ায় অবস্থিত ফুফু বুলবুলির বাড়িতে বেড়াতে গিয়ে নদে পড়ে গেলে সে ডুবে যায়। ৯টার দিকে মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। সে একই পাড়ার ভ্যানচালক আরব আলীর একমাত্র ছেলে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছাড়া নেমে এসেছে।

জানা যায়, জীবননগর গাঙপাড়ার আরব আলী পেশায় ভ্যানচালক। তার দু ছেলে-মেয়ে। একমাত্র ছেলে আল কাদিরের বয়স মাত্র ৫ বছর। একই পাড়ায় তার ফুফু বুলবুলির বাড়ি। শিশু কাদির গতকাল সকালে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে কাউকে না পেয়ে যায় বাড়ির পেছনে। এ সময় সে পা পিছলে পড়ে যায় ভৈবর নদে। নদের পানিতে পড়ে করুণ মৃত্যু ঘটে কাদিরের। সকাল সাড়ে ৯টা দিকে কাদিরের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী দেখে তা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলে কাদিরকে অকালে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে তার পিতা-মাতা।