জীবননগর বৈদ্যনাথপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৩

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে আরিফ উদ্দিন গ্রুপের সদস্যরা পুকুরে মাছ ধরা কালে প্রতিপক্ষ আব্দুস সালাম গ্রুপ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফ উদ্দিন ( ৪২) পৈত্রিক সূত্রে নিজের জমি দাবি করে পার্শ্ববর্তী পুকুরে মাছ ধরতে যায়। এ সময় প্রতিপক্ষ বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের গ্রুপের সদস্য আব্দুস সালাম মাছ ধরতে নিষেধ করায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয়গ্রুপের সদস্যরা একত্রিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। হামলায় একই গ্রামের আমির বিশ্বাসের ছেলে আব্দুস সালাম (৩৫), মৃত কহর মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার (৩৮) ও মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফ উদ্দিন (৪২) রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী আহতের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ জীবননগর থানায় অভিযোগ দায়ের করেছে।