জীবননগর বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক : ভারতীয় গরু ফেরত

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বেনীপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠক শেষে সীমানা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করা একটি ভারতীয় গরু বিএসএফ’র হাতে তুলে দেয়া হয়।

বেনীপুর বিজিবি ক্যাম্পসূত্র জানায়, ভারতের নোনাগঞ্জ গ্রামের একটি গরু ঘাস খেতে খেতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ গরুর বিষয়ে খোঁজ চেয়ে গতকাল নোনাগঞ্জ বিএসএফ বেনীপুর বিজিবিকে পত্র প্রেরণ করে। পত্রে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ। বিকেল সাড়ে ৩টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তোফাজ্জেল হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বিএসএস ইয়াদব। বৈঠক শেষে সীমান্ত অতিক্রম করে চলে আসা ভারতীয় এক কৃষকের গরু বিএসএফ’র কাছে ফেরত দেয়া হয়। এর আগে গরুটি স্থানীয় মেম্বারের সহায়তায় বিজিবির নিকট সোপর্দ করা হয়। বৈঠকে চোরাচালান এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ নিয়েও ফলপ্রসূ আলোচনা করা হয় বলে সংশ্লিষ্টসূত্রে জানা যায়।