জীবননগর বাঁকা মাদরাসা পরিদর্শনে কওমি মাদরাসা বোর্ডের মহাসচিব

জীবননগর ব্যুরো: বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ বাংলাদেশ মহাসচিব মাও. আব্দুল জব্বার জাহানাবাদী গতকাল সোমবার জীবননগর উপজেলার বাঁকা দারুল উলুম ইসলামীয়া মাদরাসা পরিদর্শন করেন। সম্প্রতি এ মাদরাসাটিতে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড থেকে কেন্দ্রের স্বীকৃতি লাভ করেছে। এ স্বীকৃতি লাভ করায় বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ মহাসচিবকে মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ মহাসচিব এর পূর্বে বৃহত্তর কুষ্টিয়া জেলা সফর করেন। গতকাল সকালে বাঁকা ইসলামীয়া মাদরাসায় এসে পৌঁছুলে মাদরাসা কর্তৃপক্ষ তাকে স্বাগত জানায়। মাদরাসার মুহতামিম মাও. আমিরুর ইসলাম মিশোরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বেফাকুল মহাসচিব মাও. আব্দুল জব্বার জাহানাবাদী বলেন, কওমি মাদরাসার উন্নয়নে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে। কওমি মাদরাসা শিক্ষা বিস্তারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বৃহত্তর কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি মাও. ইব্রাহিম হোসাইন কাসেমী, মাও. আব্দুর রাজ্জাক নদভী, মাও. এসএম আব্দুল আজিজ, শাখারিয়া মাদরাসার মুহতামিম মাও. ইকবাল হুসাইন, দৌলৎগঞ্জ আশরাফিয়া মাদরাসার মুহতামিম মাও. মাহবুবুর রহমান গওহরী, ইসরাইল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি শাখারিয়া বালক-বালিকা কওমি মাদরাসা ও দৌলৎগঞ্জ আশরাফিয়া কওমি মাদরাসা পরিদর্শন করেন।