জীবননগর পৌরসভায় রমজানও ঈদেভিজিএফ’র চাল পাচ্ছে ৩ হাজার ৮১ জন দুস্থ

 

 

জীবননগর ব্যুরো: পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৩ হাজার ৮১ জন হতদরিদ্র ও দুস্থ নারী-পুরুষ বিশেষ ভিজিএফের চাল পাচ্ছে। প্রতিজন দুস্থকে ১০ কেজি হারে এ চাল দেয়া হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জীবননগর পৌরসভায় ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৪ ও ১৫ জুলাই এ চাল বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকার জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন দুস্থের মধ্যে ১০ কেজি হারে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ভিজিএফের বিশেষ বরাদ্দের চাল বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে পৌর প্যানেল মেয়র মশিউর রহমানের সভাপতিত্বে গতকাল ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এ চাল সুষ্ঠুভাবে বিতরণ করার বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন পৌর সচিব গাজী আবুল কাশেম, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, আপেল মাহমুদ, কাজী নাসির ইকবাল ঠাণ্ডু, হযরত আলী, আত্তাব উদ্দিন, নবী শাহ্, রেখা খাতুন ও ভিজিএফ কমিটির সদস্য উপজেলা আনসার-ভিডিপি অফিসার জহুরুল ইসলাম, বাজার কমিটির আহ্বায়ক এম আর বাবু ও মহিলা বিষয়ক অফিসারের প্রতিনিধি ক্যাপ্তায়নীভক্ত।