জীবননগর দৌলৎগঞ্জপাড়ায় বিরোধপূর্ণ জমি দখলের অপচেষ্টা

 

জীবননগর ব্যুরো: জীবননগর দৌলৎগঞ্জপাড়ায় আদালতে চলমান বিরোধপূর্ণ জমি দখলে নেয়ার অপচেষ্টা করা হয়েছে। এ সময় বাদীপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে থাকা বাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ি দখলের অপচেষ্টাকালে মহিলাসহ জিল্লুর রহমান ও খোকনকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জমি দখলের এ অপচেষ্টাকালে পুলিশ এলে বাদীপক্ষের লোকজন চলে যায় বলে জানানো হয়েছে।

অভিযোগ জানা যায়, জীবননগর দৌলৎগঞ্জপাড়ার জিল্লুর রহমান ও খোকন দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে পাকাঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এ জমি কিছু খাস হওয়াসহ রেকর্ড নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। বিরোধপূর্ণ এ জমি দখলে নিতে বাদীপক্ষ গতকাল লোকজন নিয়ে আসে। এ সময় তারা বাড়ি-ঘর থেকে আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে এবং বাড়ি ভাঙা শুরু করে। বাধা দিলে মহিলাসহ দু ভাই জিল্লুর রহমান ও খোকনকে মারপিট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তারা এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান।