জীবননগর থানা পুলিশের অভিযান : ৪৩টি জাল পাসপোর্টসহ লিটন গ্রেফতার

জীবননগর ব্যুরো: নবীদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জীবননগরবাজার সংলগ্ন মজিদ মনজিল নামের একটি বাড়ির নিচতলার বাসা থেকে আশরাফুল ইসলাম লিটন (২৫) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। জীবননগর থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে শহরের ওই বাসায় অভিযান চালিয়ে ৪৩টি জাল পাসপোর্ট, ২টি কম্পিউটার ও একটি মোটরসাইকেলসহ প্রতারকচক্রের হোতা আশরাফুল আলম লিটনকে গ্রেফতার করে।

জীবননগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব খান জানান, ডিএসবি পুলিশের সংবাদের ভিত্তিতে এসআই অচিন্ত্য কুমার দাস এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত লিটন চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়দিয়া গ্রামের আরমান মণ্ডলের ছেলে। জীবননগর শহরে তারা বাসা ভাড়া নিয়ে গত ৬ মাস যাবত বিদেশে লোক পাঠানোর নামে অর্থ হাতিয়ে প্রতারণা করে আসছিলো। এ চক্রের মূলহোতা মালয়েশিয়া প্রবাসী জনৈক মোমিন উদ্দিন বলে জানা গেছে। তিনি জানান, উদ্ধারকৃত পাসপোর্টগুলো সঠিক না জাল তা যাচাইবাছাই করে দেখা হচ্ছে। সে অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।