জীবননগর গয়েশপুরে ভ্রাম্যমাণ আদালতে বখাটের কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: স্কুল চলাকালে রাস্তায় যাতায়াতের পথে ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করে আসছিলো ওয়াহেদ মিয়া (২২)। নিয়মিত উত্ত্যক্ত করতে থাকায় ছাত্রীদের অভিভাবকরা ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মহলে অভিযোগ করে আসছিলো। অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার সীমান্ত ইউনিয়নের দুজন চৌকিদার ওয়াহেদকে ধরে মোবাইলকোর্টে সোপর্দ করলে আদালত তাকে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের কওছার আলীর ছেলে ওয়াহেদ আলী একজন বখাটে তরুণ। গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে সে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো। বখাটে ওয়াহেদের ব্যাপারে সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের নিকট অভিযোগও করা হয়। সিদ্ধান্ত নেয়া হয় স্কুল চলাকালে এর আশপাশে কোনো তরুণ ও যুবক দাঁড়িয়ে আড্ডা দিতে পারবে না। সে মোতাবেক এলাকাই মাইকিংও করা হয়। এরপরও গতকাল ওয়াহেদ স্কুলের নিকট গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করেছিলো বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন চৌকিদার আমজাদ হোসেন ও পিয়ার আলীকে পাঠান ওয়াহেদকে আটকের জন্য। আটকের পর তাকে মোবাইলকোর্টে সোপর্দ করা হয়। অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ ওয়াহেদ মিয়াকে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।