জীবননগর কুলতলা দক্ষিণপাড়া জামে মসজিদে কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা এখনও পাইনি বই

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুপাভাইজারের বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর কুলতলা দক্ষিণপাড়া জামে মসজিদে কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা বই না পাওয়ার অভিযোগ উঠেছে। গত দু’মাস অতিবাহিত হলেও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাও. আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, ১ জানুয়ারি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেয়া হয়। কিন্তু চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কুলতলা জামে মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা এখনও বই পায়নি। যেখানে চলতি বছরে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। অজ্ঞাত কারণে জীবননগর উপজেলা সুপারভাইজার জিয়াউর রহমান এখনও পর্যন্ত শিক্ষাথীদের বই সরবরাহ করেনি। শুধু তাইনা বই প্রদানে নানা টালবাহানা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান অভিযোগকারী সংশ্লিষ্ট শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাও. আনোয়ার হোসেন।