জীবননগর কাশিপুরে বাবু বিশ্বাসের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিলো আলোচিত অভি সরকার

জীবননগর ব্যুরো: নতুন কেনা বাজারের অ্যাভেঞ্জা মোটরসাইকেলটি ১৫ দিনের জন্য আলোচিত অভি সরকারকে চড়তে না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে বাবু বিশ্বাসের ওই মোটরসাইকেলটি আগুন ধরিয়ে পুঁড়িয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কাশিপুর বাজারে মোটরসাইকেলে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। অভি সরকার কেবলমাত্র বাবু বিশ্বাসের মোটরসাইকেলটিই আগুন দিয়ে পুঁড়িয়ে দিয়ে ক্ষ্যান্ত হয়নি, এ সময় সে তাকে গুলি করে খুন করতে তার অবৈধ পিস্তলটি প্রকাশ্যে উঁচিয়ে ভীতির সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে রাতে থানাতে অভিযোগের দায়েরের প্রস্তুতি চলছিলা বলে জানা গেছে।
কাশিপুর গ্রামের মৃত আব্দুর রহেদ বিশ্বাসের ছেলে বদরুদ্দোজা ওরফে বাবু বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। গত ৪ মাস পূর্বে দেশে ফিরেছেন। মাস খানেক পূর্বে বাজাজের একটি অ্যাভেঞ্জা মোটরসাইকেল কেনেন। এ মোটরসাইকলে কেনার পর পরই একই গ্রামের মৃত নাসির সরকারের ছেলে আলোচিত যুবক অভি সরকার তার নিকট নতুন ওই মোটরসাইকেলটি চড়ার জন্য চাই। অভি জানাই ১৫ দিন ধরে সে এটিতে চড়বে, তারপর ফেরত দেবে। অভির এ দাবি মেনে না নেয়ায় পরবর্তীতে তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। কৌশলে অভি বাবু বিশ্বাসকে তার বাড়িতে ধরে নিয়ে গিয়ে তার ওপর অমানুষিক নির্যাতনের পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে সে এ মোটরসাইকলে প্রশাসন দিয়ে উদ্ধার করে। মোটরসাইকেল উদ্ধার করার পর সে এটি না চড়ে বাড়িতে রাখে। গতকাল দুপুরে বাবু বিশ্বাস মোটরাসাইকেল নিয়ে বাজারে আসার পথে ক্ষীপ্ত অভি সরকার তাকে আটক করে মোটরাসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। মোটরসাইকেলে আগুন ধরাতে একই গ্রামের মিন্টু মোল্লার ছেলে নবীন ও নূরেন মিয়ার ছেলে সবুজ তাকে সহযোগিতা করে। মুহূর্তের মধ্যে আগুনে ভষ্মীভূত হয় মোটরাসাইকেলটি। কেবলমাত্র মোটরসাইকেলে আগুন দিয়েই ক্ষ্যান্ত হয়নি অভি সরকার এ সময় সে বাবু বিশ্বাসকে খুন করতে তার অবৈধ পিস্তল উচিয়ে বাজারে ঘুরে বেড়ালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাবু বিশ্বাস এ সময় পালিয়ে তার জীবন রক্ষা করেন।