জীবননগর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কমিটি

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে নানা আলোচনা-সমালোচনা। একটি গ্রুপ এ সম্মেলন প্রতিহত করতে পাল্টা সমাবেশের ডাক দিলেও শেষ পর্যন্ত অবশ্য তা করেনি। যদিও অনেকেরই ভাষায় পুলিশের কারণে ওরা কিছুই করতে পারেনি। ফলে কর্মসূচি দেয়া হলেও সেখান থেকে সরে আসে গ্রুপটি। গত মঙ্গলবার নির্বিঘ্নে যুবলীগের এ সম্মেলন সম্পন্ন হয়।
আওয়ামী লীগের অপর গ্রুপের প্রভাবশালী একজন নেতা জানান, তাদের যুবলীগকে বাইপাস করে এ কমিটি গঠন করা হয়েছে। যেখানে যুবলীগের জেলা কমিটিই নেই, সেখানে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা যায় কিভাবে? আমরা এ অবৈধ প্রক্রিয়ার বিরোধিতা করেছি। এ প্রক্রিয়া বন্ধ করতে সম্মেলনের পূর্ব দিন আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা পাল্টা সমবেশের ডাকও দিয়েছিলাম। পাল্টা সমাবেশের ডাক দিলেও একই দলের মধ্যে আমরা বিশৃঙ্খলা দেখতে চাইনি। বিশৃঙ্খলা হলে তা দেখে বিরোধীরা হাসতো এবং সুবিধা লুটতো। সমাবেশ ডেকে লাপাত্তা হয়ে গেছি এ কথা ঠিক না। অপরদিকে গতকাল বুধবার জীবননগর উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের সটকেপড়ারস্থলে হুইপ গ্রুপ উল্লেখ করায় প্রতিবেদক দুঃখ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ নেতাদের অনেকেই বলেছেন, হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকট সকলেই আসেন। তিনি কোনো গ্রুপের নন।