জীবননগর আন্দুলবাড়িয়া ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিলে এমটি টগর

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াড়াঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের হুমকি দিয়ে দেশ ও জাতির ভাগ্য নিয়ে আবারো ছিনিমিনি খেলার যড়যন্ত্র করছেন। দেশের মানুষ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে আবোল তাবোল কথাবার্তা বলে দেশে অস্তিশীল পরিবেশ তৈরি করে ফয়দা লুটার চেষ্টা করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।অতীতে আপনাদের আন্দোলন মোকবেলা করেছি,এখনও করছি এবং আগামীতেও আপনাদের সকাল চক্রান্ত রাজপথে মোকাবেলা করবো। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সকল চক্রান্ত জণগনকে সাথে নিয়ে রাজপথে প্রতিহত করার উদ্দাত্ত আহ্বান জানান। গতকাল বুধবার জীবননগর আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও কৃষকলীগ আয়োজিত ইফতার মহাফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্তগুলো কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল।উপস্থিত ছিলেনউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর কাউন্সিলার রফিকুল ইসলাম,যুবলীগ নেতা সালাহ উদ্দিন কবীর,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শফিকুর ইসলাম মোক্তার,যুগ্মসাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু,সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো,প্রচার সম্পাদক মোল্লা আলতাব হোসেন ফেলা,আব্দুস শুকুর সরকার শেখ আতিয়ার রহমান প্রমুখ।মোনাজাত পরিচালনা করেন মাও. মনিরুজ্জামান।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা,বয়স্ক ও বিধবাভাতা,প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা হলরুমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ভাতাভোগীদের মাঝে এ ভাতা বিতরণ করেন।

গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জীবননগর উপজেলার ৫হাজার ৩৭০ জনের মাঝে ২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার টাকার ভাতা প্রদান করা হয়। এদের মধ্যে ১৬২ জন মুক্তিযোদ্ধাকে সম্মানি ভাতা বাবদ ৫৮ লাখ ৩২ হাজার টাকা,৩ হাজার ৫১৬ জনকে বয়স্কভাতা বাবদ ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৬শ টাকা,১হাজার ২৫২ জনকে বিধবাভাতা বাবদ ৪৫ লাখ ৭ হাজার ২শ টাকা,৪২০ জন প্রতিবন্ধীকে ১৭ লাখ ৬৪ হাজার টাকা,২০ জন প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি বাবদ ১ লাখ ২৭হাজার ২শ টাকা বিতরণ করা হয়।নতুন করে গত অর্থ বছরে তুলনায় এবছর অতিরিক্ত ৪৯৫ জনকে নতুন করে ভাতার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল,ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন প্রমুখ।