জীবননগরে শিক্ষা বিষয়ক মতবিনিময়সভায় প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক আজিজ

শিক্ষার মানন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের আরো যত্নবান হওয়ার নির্দেশ 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মো. আব্দুল আজিজ বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কেন পরীক্ষার্থীরা অকৃতকার্য হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। শিক্ষার্থীরা ইংরেজিসহ যে সব বিষয়ে অকৃতকার্য হচ্ছে তাদেরকে ওই সব বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অনুশীলন করানোর পরামর্শ দেন তিনি। তিনি এ উপজেলার শিক্ষার সার্বিক মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আরো যত্নবান হওয়ার জন্য নির্দেশসহ নির্দেশনা দেন।

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম সভাপতির বক্তব্য রাখেন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, সহকারী কমিশনার মো. মনিবুর রহমান ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। উপস্থিত উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার অধ্যক্ষ এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজামউদ্দিন, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন, উথলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম হোসেন, আন্দুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ আব্বাছ উদ্দিন, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, প্রধান শিক্ষক যাদব কুমান প্রামাণিক, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বিসিএকএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা দৈনিক মাথাভাঙ্গা ব্যুরো প্রধান এমআর বাবু ও দৈনিক সংবাদ প্রতিনিধি শামসুল আলম।