জীবননগরে রমজান মাস জুড়ে ভেজালবিরোধী অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত

জীবননগর ব্যুরো: মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গতকাল বুধবার জীবননগরে সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।

সভায় পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষায় হোটেল-রেঁস্তোরা ও চা দোকান পর্দার আড়ালে পরিচালনা, প্রকাশ্যে সকল প্রকার পানাহারসহ ধূমপান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও পবিত্র রমজান মাসে মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে অহেতুক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। বাজার মনিটরিং করার জন্য গঠন করা হয়েছে বাজার মনিটরিং সেল। অপরদিকে পবিত্র রমজান মাস জুড়ে ভেজালবিরোধী অভিযান পরিজচালনা করবেন ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজান উপলক্ষে ইফতারিসহ সকল প্রকার খাদ্য ভেজালমুক্তভাবে পরিবেশনের জন্য হোটেল ও রেঁস্তোরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করার প্রমাণ পেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে সর্বোচ্চ সাজা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ইউএনও নুরুল হাফিজ নিশ্চিত করেছেন।