জীবননগরে মোটরসাইকেল ও পাউয়ারটিলার সংঘর্ষে আহত১

 

জীবননগর ব্যুরো: বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনাকালে পাউয়ারট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ৮ম শ্রেণির ছাত্র রনি (১৪) মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। আহত রনির অবস্থা সঙ্কটজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নওদা গ্রামের নুর ইসলামের ছেলে রনি ও তার দু বন্ধু আব্দুল আলিমের ছেলে ১০ম শ্রেণির ছাত্র সাব্বির ও হাফিজুর রহমানের ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র অপু দুটি মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে জীবননগরে আসছিলো। এ সময় তারা বাঁকা বিক্স ফিল্ডে পৌঁছে একটি পাউয়ারট্রিলারের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল পাউয়ারট্রিলারের সামনে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় রনি মাথার খুলি ফেটে যাওয়াসহ মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার করেণ। আহত রনির আবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।