জীবননগরে মানিকপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের গেটনির্মাণ নিয়ে উত্তেজনা : ইউএনওর কাছে নালিশ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে ঈদগা ও মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে গেট নির্মাণে বাধা দেয়া নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ধর্মীয় এ প্রতিষ্ঠানগুলোর দু’পাশে গ্রামের দুজন ধনাট্য ব্যক্তির বসবাস হওয়ায় তারা এ গেট নির্মাণে বাধা দিচ্ছে বলে অভিযোগ। গেট না থাকায় হরহামেশা মানিকপুর ঈদগা, কবরস্থান, মসজিদ ও মাদরসার মধ্যে গরু-ছাগলের প্রবেশসহ নানাভাবে প্রতিষ্ঠানগুলোতে অত্যাচার হয়ে থাকে। এ অবস্থায় গ্রামবাসী ধর্মীয় এ প্রতিষ্ঠানগুলোতে অত্যাচার থেকে রক্ষা করতে গেট নির্মাণের উদ্যোগ নিলেও প্রভাবশালী আব্দুস সাত্তার ও হাজি আব্দুল ওহাব তাতে বাধা সৃষ্টি করায় এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার গ্রামবাসী একজোট হয়ে এসে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সমাধানের জন্য নালিশ জানিয়েছে।
নালিশে জানা যায়, মানিকপুর গ্রামবাসী গ্রামের দক্ষিণ পাশে সাড়ে ৪ বিঘা জমি ক্রয় করে সেখানে ঈদগা, কবরস্থান, মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করে। মসজিদে ৫ ওয়াক্ত নামাজসহ মাদরাসাতে লেখাপড়া করানো হয়। ঈদগাতে ঈদের নামাজ আদায়সহ কবরস্থানে নিয়মিত লাশ দাফন করা হয়ে থাকে। ওই ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সরু একটি রাস্তা রয়েছে। অরক্ষিত এ রাস্তা দিয়ে হরহামেশা গরু-ছাগলের প্রবেশসহ বিভিন্নভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অত্যাচার করা হয়ে থাকে। এ অবস্থায় গ্রামবাসী উদ্যোগ নিয়েছে গেট নির্মাণের, কিন্তু এ গেট নির্মাণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ওই রাস্তার দু’পাশে অবস্থিত গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি হাজি আব্দুল ওহাব ও আব্দুস সাত্তার। গত সোমবার গেট নির্মাণ করতে গেলে তারা দুজনে একজোট হয়ে তাতে বাধা প্রধান করে। ফলে গেট নির্মাণ করতে না পেরে গ্রামবাসী চরম উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসী এ সমস্যার সমাধানে গতকাল জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর নালিশ জানিয়েছেন বলে জানা গেছে।