জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজাসেবী অনিলের জেল-জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজাসেবী অনিল দাশের জেল-জরিমানার আদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসেবী ব্যবসায়ী অনিলকে গাঁজাগাছ ও গাঁজা সেবনের যন্ত্রপাতিসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুরুল হাফিজ অনীলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার গয়েশপুর গ্রামের গৌর দাসের ছেলে অনিল দাশ (৪৫) একজন গাঁজাসেবীসহ সে তার বাড়িতে গাঁজাব্যবসা করে। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগাছ ও গাঁজা তৈরির যন্ত্রপাতিসহ তাকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাঁজা বিক্রির দায়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এ সময় জীবননগর থানার এএসআই বদিউজ্জামান ও এএসআই মাহমুদুর রশিদ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।