জীবননগরে বিজিবির পৃথক অভিযানেমদ ও ইমিটেশন অলঙ্কার উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নতুনপাড়া ও রাজাপুর বিওপি বিজিবি সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ,ট্যাবলেট ও ইমিটেশনের অলঙ্কার উদ্ধার করা হয়েছে। তবে বিজিবি সদস্যরা এসময় কোনো চোরাচালানীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার নতুনপাড়া বিজিবির টহল কমান্ডার হাবিলদার সেলিম রেজা ও রাজাপুর বিওপির নায়েব সুবেদার মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নতুনপাড়া আমবাগান ও রাজাপুর মাঠে অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। অপরদিকে নতুনপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নতুনপাড়া আমবাগানে অভিযান চালিয়ে ৮হাজার ৫৩৬ জোড়া ভারতীয় ইমিটেশনের কানের দুল,১৯ হাজার ৬৯৮ পাতা কপালের টিপ,২ হাজার ৬৫২টি ইমিটেশনের গলার চেন,৩৩৬ জোড়া ইমিটেশনের চুড়ি,৪হাজার ৩২০টি নাকের নোলক,১ হাজার ৯শটি প্লাস্টিকের চকড়া ও ৫ হাজারটি ভারতীয় সিপ্রোহেপ্রাডিন ট্যাবলেট আটক করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৬৭ হাজার ৭০ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।