জীবননগরে বিজিবির পৃথক অভিযানে মোটরসাইকেলসহ ফেনসিডিল উদ্ধার

জীবননগর ব্যুরো: মোটরসাইকেলসহ ২৭ বোতল ফেনসিডিল, জীবননগর বিজিবি ৪২৫ বোতল ফেনসিডিল ও উথলী বিজিবি সদস্যরা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বিজিবিসূত্রে জানা গেছে, মেদিনীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর হরিহরনগর মাঝপাড়ার একটি আমবাগানে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের কাছে গেলে চালক বিজিবি দেখে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা মোটরসাইকেল তল্লাশি চালিয়ে সিটের নিচে কৌশলে লুকিয়ে পাচারকালে ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার হাবিলদার শামসুর আরেফিন জানান, অভিযানকালে জীবননগর থানা মোড়ের মৃত মন্টু মিয়ার ছেলে মাদকব্যবসায়ী মিলন মিয়া (৩২) এ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবির হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে আন্দুলবাড়িয়া এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাজদিয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার আহসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ভোরে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একতারপুর মাঠে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।